‘কেউ নারী হয়ে জন্মায় না, বরং হয়ে ওঠে নারী’— নারী সম্পর্কে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় এ-মন্তব্যটি সিমোন দ্য বোভোয়ারের, যিনি শুধু বিশশতকের নয়, চিরকালের শ্রেষ্ঠ মানুষদের একজন। তাঁকে নিয়ে প্রকাশ হচ্ছে ‘সিমোন দ্য বোভোয়ার: সাহিত্য ও দর্শন’৷ বইটি রচনা, সংকলন ও ভাষান্তর করেছেন সুশান্ত বর্মণ৷ এ বইয়ে আছে সিমোন দ্য বোভোয়ার প্রসঙ্গে প্রবন্ধ, তাঁর রচিত উপন্যাস, নাটক, আত্মজীবনী, ভ্রমণ কাহিনী ও দার্শনিত তত্ত্বের বইসমূহের আলোচনা, দুইটি দীর্ঘ সাক্ষাৎকারের অনুবাদ, তাঁর প্রবন্ধের অনুবাদ, রচনা থেকে নির্বাচিত অর্ধশতাধিক উক্তির অনুবাদ ও গ্রন্থপঞ্জী!