একদল সমমনা মানুষ, শিল্পীমনাও। তাদের ঠিকানা- ঢাকা চারুকলার ছবির হাট। এই বন্ধুদল ঘুড়ি উৎসব করবে। তারা চলল স্বপ্নের দ্বীপ- সেন্ট মার্টিনে।
মানুষের সীমাবদ্ধতা আছে, মনের নেই। মন সীমানা পেরিয়ে যেতে পারে। পথে-প্রান্তরে ঘোরাই তো কেবল ভ্রমণ নয়। ভ্রমণ মানে তো পাশের মানুষটিকে চেনা, তার আনন্দ-বেদনার কাব্য শোনা। পথকে জানা, পথে পথে ছড়ানো ঐতিহ্য আর ইতিহাসের পাতা থেকে ঘুরে আসা।
সৃষ্টি সুখের উল্লাস, হারানোর বেদনা, স্মৃতি এবং বাস্তবের অসাধারণ সমীকরণ এই গ্রন্থ। এক চিরকালীন আখ্যান। লেখক তাই একে কেবল ভ্রমণ কাহিনি বলেন না, বলেন ‘ডকু ট্রাভেলগ’।