But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.
কিন্তু আমার ঢের কাজ বাকি আছে। যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে, যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে
ওয়াকিল আহমদ
আবু সাইদ কামাল
জীবন ঘনিষ্ঠ কথাসাহিত্যিক আবু সাইদ কামালের জন্ম [৫ জানুয়ারি ১৯৫৯] ময়মনসিংহে। সত্তর দশকে কবিতা দিয়ে লেখালেখির শুরু-নব্বই দশক থেকে কবিতার পাশাপাশি নিয়মিত লিখে চলেছেন গল্প-উপন্যাস, প্রবন্ধ এবং শিশুতােষ ছড়াগল্প । প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২০টি। সম্পাদনা করছেন ‘পাদদেশ’, ‘ছােটদের সাহিত্য' ও ‘ছড়াপাতা’ নামে তিনটি ছােট কাগজ।
আবু সাইদ কামাল নিষ্ঠাবান-নিরলস একজন সাহিত্যিক হিসেবে ইতােমধ্যে নিজস্ব স্থান করে নিয়েছেন। তাঁর বিশেষ পরিচিতি কথাসাহিত্যিক ও ছড়াকার হিসেবে। গত দুই যুগে উল্লেখযােগ্য সংখ্যক শিল্পোত্তীর্ণ ছােটগল্প এবং উপন্যাস লিখেছেন। গারাে পাহাড়ের পাদদেশ এলাকার সংখ্যালঘু নৃগােষ্ঠী নিয়ে রচিত তাঁর ছােটগল্প-উপন্যাস ও প্রবন্ধ সুধীমহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ইতােমধ্যে 'মাতৃকুলভিত্তিক গারাে সমাজ' ও 'হাজংদের অতীত বর্তমান' নামে তাঁর ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ দুটি গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশিত হয়েছে।