ছোটোদের গল্পে আমরা কী চাই? চাই ছোটোদের মনের পূর্ণ প্রকাশ। ছোটোদের আশা-আকাক্সক্ষা ইচ্ছে কল্পনার প্রতিফলন যেন গল্পের মধ্যে থাকে। চারপাশের জীবন-জগৎ, চেনাজানা পরিবেশ, প্রকৃতি-প্রাণী, মানুষ স্বজন যে-গল্পে থাকে সে-গল্পই ছোটোদের আকৃষ্ট করে ভীষণভাবে।
এই বইয়ের ১১টি গল্পই লেখা হয়েছে সেসব বিষয়-আশয়কে কেন্দ্র করে এবং লেখা হয়েছে একেবারে ছোটোদের মনের মতো করে। লিখেছেন এই সময়ের এক তুখোড় শিশুসাহিত্যিক রশীদ এনাম। রশীদ এনামের গল্প বলার ভঙ্গি ও ভাষাভঙ্গি এত আন্তরিক ও আকর্ষণীয় যে, ছোটোদের চুম্বকের মতো টেনে রাখে। গল্পের ঘটনার পরতে পরতে তিনি বুনে দেন আশ্চর্য আবেগ, ভালোবাসা ও মমতার রঙিন সব অনুভূতি।
এ-গল্পের বই পড়ে ছোটোরা শুধু নতুন চমকে ও ভাবনায় অভিভূত হবে না, পাবে বড়ো হওয়ার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রেরণাও।