সিধুমামার সিন্দুক রহস্য (হার্ডকভার)
আবির তিতিরের সিধুমামা এক আজব মানুষ। বলা নেই কওয়া নেই, হঠাৎই সে অদ্ভুত এক কাঠের সিন্দুক নিয়ে হাজির হয়। সিন্দুকের ডালায় তালা নেই, অথচ ওটা খুলছে না কেন! কী আছে এতে? মিটিমিটি হাসে সিধুমামা। আবিরের বন্ধু শাওন আর শিশির এসে যোগ দেয় সিন্দুক রহস্য উদ্ধারে। ওদিকে মামা এক উদ্ভট আবদার করে বসে। এই শহরের সকল পোষাপাখি নাকি সে খাঁচার বাইরে এনে মুক্ত আকাশে ছেড়ে দেবে। কদিন বাদে আবিরদের বাসায় আমচকা হাজির হয় রেহানা নামের এক মেয়ে। সে কিছু কাজ চায়। ভিক্ষে চায় না রেহানা, সে কষ্ট করে খাবে। থেকে যায় রেহানা, তারপরই জমে ওঠে সিন্দুকরহস্য। সিধুমামা বুঝতে পারে এই সিন্দুকের সাথে রেহনার কিছু একটা যোগসূত্র আছে। ওটা সে হাতাতে চায় কিন্তু পারে না। অবশেষে সিন্দুকের ডালা খোলে। শাওন বলে এর নাম ‘অন্তর তালা’। কিন্তু এ কি! কার মাথার খুলি এই সিন্দুকের ভেতরে! রেহানাই বা কেন এই সিন্দুক চুরি করতে চায়! জানতে হলে পড়ুন ‘সিধুমামার সিন্দুকরহস্য’।