হতাশার সীমাহীন সমুদ্র এক টুকরো স্বপ্নই আশার আলো জাগিয়ে তোলে। স্বপ্নকে ভালবাসে না এমন কোন সুকুমার হৃদয় নেই, এমন কোন কোমল অন্তর নেই। দুঃখের নীল সাগরে যখন মানুষ ডুবে যেতে থাকে, তখন স্বপ্নই তার জন্য জীবন তৈরি হয়ে ওঠে। মানব হৃদয়ে যখন স্বপ্নে ফুল ফোটে, তখন তা বকুল ফুলের মিষ্টি গন্ধ নিয়ে ছড়িয়ে পড়ে।স্বপ্নের নীল জোসনার স্নিদ্ধ আলোতে আলোকিত হয় আমাদের জীবন।স্বপ্ন এক জীবন থেকে হাজার জীবন, এক প্রান থেকে হাজার প্রাণে ছড়িয়ে পড়ুক।