সাইকোলজিস্ট জিব্রান আহমেদ দেখা পেল একাকীত্বে ভোগা, হতাশাগ্রস্থ এক তরুণের, নিরানন্দ বাস্তব জীবনের গণ্ডি পেরিয়ে যে স্বপ্নের জগতে বাস করতে পছন্দ করে। হ্যাঁ, স্বপ্ন দেখার অদ্ভুত ক্ষমতা আছে তার। যে কোন স্বপ্ন নয়, শুধুমাত্র লুসিড ড্রিম দেখে সে। এটি এমন এক ধরনের স্বপ্ন, যেখানে স্বপ্নদ্রষ্টা বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। কিন্তু লুসিড ড্রিমের জগতে বাস করতে করতে একসময় সে আবিষ্কার করে, বাস্তবতার খেই হারিয়ে ফেলেছে। বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্য ধরতে পারছে না আর। কিন্তু পার্থক্য কি আদৌ আছে? আমাদের দেখা স্বপ্নগুলো কি আসলেই স্রেফ স্বপ্ন? নাকি আরও বেশি কিছু? স্বপ্ন আর শূণ্যবিন্দুর মধ্যে সম্পর্ক কোথায়? কী আছে কুয়াশায় ছেঁয়ে যাওয়া জগতের ওপারে?
যতই রহস্যের গভীরে ঢুকতে চাইল জিব্রান, ততোই রোমাঞ্চকর, রহস্যজনক, অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল।