প্রিয়’র জেঠতো বোনের বিয়েতে সাক্ষাৎ হয় মোনালী’র সাথে । যাকে দেবী রুপে গ্রহন করে প্রিয় এবং তার দেবীকে মন,প্রাণ,হৃদয় নিবেদন করার পরও ব্যর্থতায় নিরাশ হয়ে হাল ছাড়তে বাধ্য হয় । মোনালী দেবীর লুকোচুরি অভিলাষ এর পরাজয়ে সম্পর্ক গড়ায় এক সময় । কিন্তু সামান্য একটা ব্যাপার নিয়ে দেবী তার মুখোশ উন্মোচন করে পিশাচীরুপে। সতিত্ত্বের অবমাননা হয় বিবেকের অন্ধতা বশত। অসহনীয় জঘন্য বাস্তবতার মাঝে ব্ল্যাক ম্যাজিক,সংজ্ঞাহীন আধিভৌতিক প্রান্ত এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে উপলব্ধি করে;প্রেমের সম্পর্ক আত্মার সাথে,ইন্দ্রিয় সম্ভোগে নয় । একটি সত্যিকার প্রণয়ের একপাক্ষিক অপমৃত্যুতেও প্রেমের মহামাহাত্ম উপলব্ধি করে প্রিয় । শূন্য আকাশ আর মেঘলা নেই, গ্রন্থটি একটি জটিল প্রেমের উপান্যাস এবং রোমাঞ্চিত হতে হয় বিশেষ বিশেষ ভাঁজে।