সেই আকাশ দেখা হবে ফের। সেই আকাশ ছুঁয়ে চলে যাবে অদিতির বোন। এই খবর জানবে না বিবাগী বাউল। তাই কখনো হয়? তাই-ই তো হয়।
বিবাগী বাউল শুধু তুষের আগুন বুকে নিয়ে পথ চলে একা একা। সেই পথ মাড়ায় না কখনো কাজীদের মেয়ে। সেই পথ জুড়েই তবু রংধনুর আনাগোনা। এই আনাগোনায় কত যে ফুলের সৌরভ ছড়ানো, কত যে স্পর্শ পাওয়ার আশায় কেটে যায় দিন। এই খবর কয়জন রাখে