প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের গহীন বনাঞ্চলের অসীম সাহসী খেটে খাওয়া বাওয়াল, মৌয়াল, মাঝি, মৎস্যজীবীদের জীবনযাপন। প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র রয়েল বেঙ্গল টাইগার, আর দুষ্ট মানুষদের আনাগোনার ভিতর দিয়েই তাদের টিকে থাকতে হয়। প্রকৃতির বিচিত্র লীলাখেলা আর অপূর্ব সৌন্দর্যের সংমিশ্রণে সুন্দরবন যখন হয়ে উঠেছে স্বয়ম্ভূ তখনই কিছু মানুষ এই সুন্দরবনকে ব্যবহার করছে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। ঢাকায় এক অপহৃত কিশোরকে উদ্ধার করতে গোয়েন্দা নাভিল সহকারী জুয়েলকে সাথে নিয়ে অপহরণকারীদের পিছু নেয়। অপহরণকারীদের তাড়া করতে গিয়ে ঘটনাচক্রে তারা শহর বন্দর গ্রাম পেরিয়ে হাজির হয় সুন্দরবনে। এখানেই ওদের সাথে পরিচয় হয় হাকিম মাঝি, ইনতাজ আলী, দেহাতী কন্যা ফুলি ও সুন্দরবনের খেটে খাওয়া মানুষের সাথে। গোয়েন্দাগিরির পাশাপাশি এখানকার মানুষের সরলতা, আঞ্চলিক টান আর সুন্দরবনের সৌন্দর্যে মোহিত হয়ে পড়ে ওরা। অপহৃত কিশোরকে উদ্ধার করতে গিয়ে ওরা জড়িয়ে পড়ে আরো নানা ঘটনা এবং জটিলতায়। রহস্য পাক খেতে খেতে যখনই অন্য দিকে মোড় নেয় তখনই এক অন্য শিহরণের মুখোমুখি হয় ওরা।