বইটিতে লেখক স্রষ্টার স্মরণ বা জিকিরের স্বরূপ, গুরুত্ব, উপকারিতা সম্পর্কে যেমন আলোচনা করেছেন তেমনি স্রষ্টার স্মরন থেকে বিরত থাকার ক্ষতি সম্পর্কে ধারনা দিয়েছেন। সাথে সাথে স্রষ্টার স্মরণ কিভাবে করা প্রয়োজন তাও বিস্তারিত আলোচনা করেছেন। যারা স্রষ্টার স্মরণ বা জিকিরের সাথে জীবনের গাটছড়া বাঁধতে চান তাদের জন্য এই বই অবশ্য পাঠ্য।