ফ্ল্যাপের কিছু কথাঃ তরুণ চিত্রশিল্পী তৌফিক সাইকেল চালিয়ে যাচ্ছিল নিজের কাজে। পথে হঠাৎ সংঘর্ষ ঘটল একটি গাড়ির সাথে। ড্রাইভারের সাথে ঝগড়া করতে গিয়েও করা হয়ে উঠল না তার কারণ ড্রাইভারের আসনে বসে আছে অনিন্দ্য এক সুন্দরী! জোশী, ধনী বাবার একমাত্র মেয়ে। তার পিছু নিতে গিয়ে ঘটনাচক্রে জোশীর বডিগার্ডের চাকরি পেয়ে গেল তৌফিক। এদিকে জোশীকে কিডন্যপ করতে উঠে পড়ে লেগেছে কুখ্যাত শিল্পপতি বাবর সোবহানের দল। তৌফিক কি পারবে জৌশীকে কিডন্যাপদের হাত থেকে রক্ষা করতে? জোশী কি পারবে তৌফিকের আসল পরিচয় জানতে? তারা দুজন কি পারবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে?
শাহরিয়ার খান
শাহরিয়ার খান, একজন বিশিষ্ট কার্টুনিস্ট এবং সাংবাদিক, জনপ্রিয় কার্টুন চরিত্র "বেসিক আলী"-এর স্রষ্টা। ২০০৬ সালে শুরু হওয়া এই কার্টুনটি প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এবং শুরু থেকেই পাঠকপ্রিয়তা অর্জন করে। ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে "বেসিক আলী" কার্টুনের প্রথম সংকলন প্রকাশিত হয় এবং এরপর থেকে নিয়মিত সংকলন প্রকাশিত হচ্ছে। "বেসিক আলী" ছাড়াও শাহরিয়ার খান "বাবু", "ষড়যন্ত্র", "লাইলী", "কিউব", এবং "সোমো সিরিজ"সহ আরও অনেক বই রচনা করেছেন। বর্তমানে তিনি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।