আমাদের সমকালীন সাহিত্যে রাশেদ রউফ একটি অনন্য নাম। বিশেষত শিশুসাহিত্যে ঈর্ষাযোগ্য অর্জন তাঁর। কিশোরকবিতা আন্দোলনের অন্যতম পুরোধা। আমাদের চারপাশের জগৎ, জীবন এবং নিসর্গমাধুরী তাঁর অনুভবে যে আলো আর স্নিগ্ধতা ছড়িয়ে দেয়, রাশেদ রউফ তাঁর শব্দচয়নে, ছন্দোনৈপুণ্যে, উপমা আর চিত্রকল্পে সেই অনুভবকেই অপরূপ কুশলতায় রূপায়িত করে দেন। শুধু নিসর্গ নয়, বাংলাদেশের আবহমান ইতিহাস আর ঐতিহ্যের যে গৌরবগাথা, তার প্রতিও তাঁর সুগভীর অনুরাগ। অন্যদিকে তাঁকে আন্দোলিত করে যায় স্মৃতিময় অতীতের কথকতা, সোনারূপা ঝরানো আশ্চর্য সব দিনের বর্ণালি।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন তাঁর অন্তরে চেতনা হিসেবে কাজ করে। একে অনুষঙ্গ করে প্রচুর লিখেছেন তিনি। কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, উপন্যাস মিলে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর ৮০টি গ্রন্থ। এবার প্রকাশিত হলো রাশেদ রউফের ‘শ্রেষ্ঠ কিশোরগল্প’। গল্পগুলো ছোটোদের হলেও বড়দেরও আনন্দ দেবে নিঃসন্দেহে।