জগতে এমন কিছু মানুষ থাকেন, যাঁদের সৃজনশীলতা তাদেরকে দেশ, কালের ঊর্ধ্বে নিয়ে যায়। নাগিব মাহফুজ তাদেরই একজন। কোথায়, কোন সময়ে তিনি জন্মেছিলেন, তা ছাপিয়ে তিনি আজ বিশ্বজনীন, সর্বকালের। যারা সাহিত্য ভালােবাসেন, তাঁদের কাছে তাকে নতুন করে পরিচয় করানাের চেষ্টা বাতুলতা মাত্র। রীতিমাফিক যতটুকু না বললেই নয়, ততটুকু বলতে গেলে বলতে হয়, বিশ্ববিশ্রুত এই সাহিত্যিকের জন্ম ১৯১১ সালের ডিসেম্বরে, কায়রােতে। মধ্যবিত্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে কঠোর ইসলামি অনুশাসনের ভেতর শৈশব-কৈশাের কাটে তার। মিশরীয় বিশ্ববিদ্যালয়ে (বর্তমান কায়রাে বিশ্ববিদ্যালয়) দর্শন শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন। মাত্র ১৭ বছর বয়সে লেখালেখিতে হাতেখড়ি। প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় ২৮ বছর বয়সে। সাহিত্য রচনা আর সাংবাদিকতায় জড়িত ছিলেন জীবনের শেষভাগ পর্যন্ত। তার উপন্যাসগুলাের মধ্যে কায়রাে ট্রিলজি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। এই উপন্যাসের জন্যই ১৯৮৮ সালে সাহিত্যে নােবেল পুরস্কার দেয়া হয় তাঁকে। ২০০৬ সালের ৩০ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।