সুব্রত বড়ুয়ার জন্ম বিগত শতকের চল্লিশের দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ছিলােনীয়া গ্রামে এক মধ্যবিত্ত বৌদ্ধ পরিবারে। তার পিতার নাম অন্নদাচরণ বড়ুয়া ও মায়ের নাম সরােজিনী বড়ুয়া। নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের সূচনা; পরে চট্টগ্রাম শহরে এসে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল থেকে ১৯৬১ সালে ম্যাট্রিক পাশ করেন। উচ্চমাধ্যমিক এবং স্নাতক (সম্মান) পর্যায়ে পড়াশুনা করেন চট্টগ্রাম সরকারি কলেজে। ১৯৬৬ সালে পদার্থবিজ্ঞানে অনার্সসহ বিএসসি এবং ১৯৬৭ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম কলেজে পড়ার সময়ই সাহিত্যের প্রতি তাঁর বিশেষ আগ্রহ জন্মে। সে সময় দেশের বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়। কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম শহরস্থ সেন্ট প্লাসিডস হাই স্কুলে বিজ্ঞান ও গণিতের শিক্ষক হিসেবে ১৯৬৯ সালে। সে বছরই ডিসেম্বর মাসে যােগ দেন রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে। এক বছর পর ১৯৭০ সালের ডিসেম্বর মাসে যােগ দেন ঢাকাস্থ বাংলা একাডেমিতে। দীর্ঘ ৩২ বছর বাংলা একাডেমিতে চাকরি করার পর ২০০২ সালের ডিসেম্বর মাসে তিনি একাডেমির পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। তারিখ ২৬ জুন, ১৮৩৮ অর্থাৎ ১৩ আষাঢ় ১২৪৫। চট্টোপাধ্যায়দের আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখো গ্রামে। বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র,মাতা দুর্গাসুন্দরী দেবী,বঙ্কিমের পূর্বে তাঁর আরও দুই পুত্রের জন্ম হয় – শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের জন্মকালে তিনি সদ্য অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন। মৃত্যু : ৮ এপ্রিল ১৮৯৪ ।