ইরাকের একটি রহস্যময় ধর্মীয় গোষ্ঠী ‘ইয়াজিদি’, যাদের সারা বিশ্ব শয়তানের আনুষ্ঠানিক উপাসক হিসেবে অভিহিত করে। তারা মেলেক তাউসের আরাধনা করে। ইসলামিক স্কলার এবং খ্রিস্টান স্কলারদের মতে, এই মেলেক তাউসই হচ্ছে আযাযিল বা ইবলিশ। আসলেই কি তাই? ইয়াজিদি কারা? কি তাদের ইতিহাস?
অনেক স্কলারদের মতে, এই ‘ইয়াজিদি’ নামটি এসেছে উমাইয়া বংশের দ্বিতীয় খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া (৬৪৭-৬৮৩) থেকে। তবে ইয়াজিদিদের ইতিহাস আরো প্রাচীন। ইয়াজিদিরা দাবি করে, ইতিহাসের পাতায় তারাই প্রথম একেশ্বরবাদী। অন্যান্য সকল একেশ্বরবাদী ধর্মগুলো তাদের থেকেই উদ্ভূত। এছাড়াও এই রহস্যময় জাতি নিজেদের কেবলমাত্র আদমের বংশজাত হিসেবে দাবি করে।
এদের সম্পর্কে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য ইন্টারনেটে নেই।
এই অদ্ভুত ধর্ম যেন শুরু থেকেই ধোঁয়াশা এবং রহস্যের বুনট জাল দিয়ে ঘেরা। আসুন এই ধোঁয়াশার কালো পর্দা সরিয়ে একটু অন্দরমহল থেকে ঘুরে আসা যাক। এই শ্বাসরুদ্ধকর রহস্যময় যাত্রায় আপনাকে স্বাগতম...