শোভনের মহারাজ মানুষের কোনো মহারাজা নয়। ইতিহাসের কোনো পরাক্রমশালী দিগ্বিজয়ী তাও নয়। কুককুটকুলের মহারাজ সে। একটি মোরগ। ডিম থেকে শুরু করে তার স্বাভাবিক মৃতু্্য পর্যন্ত এ কাহিনীর বিস্তৃতি। শোভনের মহারাজ মহারাজই বটে। নামটি শোভনের দাদুই ঠিক করেছিলেন। যথার্থ হয়েছে কিনা সেটা এ কাহিনী পড়লেই বোঝা যাবে। বাড়িতে অতিথি এলেই এই পালিত প্রাণীদের জীবন-সংকট উপস্থিত হয়। তবে মহারাজের জীবন সভা করে সিদ্ধান্ত নিয়েই দীর্ঘায়িত করা হয়েছিল। তবু্ও কোনো জীবনইতো অনন্ত নয় মহারাজ একদিন মরে যায়। তারপরও মহারাজ মহারাজের মতোই জীবনযাপন করেছে এইটুকুই শোভনের সান্ত্বনা।
খায়রুল আলম সবুজ
খায়রুল আলম সবুজের জন্ম বরিশালে ১৯৪৯ সালের ২৪ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যে বি.এ. অনার্স, এম এ. ডিগ্রি লাভ করেন। কর্ম জীবনের শুরু শিক্ষকতার মাধ্যমে সেই সূত্রে কিছুদিন দেশের বাইরেও কাটিয়েছেন। চাকরি-বাকরি শুরুতেই ছেড়েছেন। অভিনয় ও লেখালেখিই তার কাজ। দুটোই নিয়মিত করছেন। এখন পর্যন্ত পঁচিশটির মতাে নাটক লিখেছেন টেলিভিশনে-স্বপ্ন বাতায়ন, সমান্তরাল শ্বেতপারাবত, আত্মজা গিফট নীলকণ্ঠ পাখি সিড়ি ইত্যাদি। ছােট গল্পের বই-স্বর্ণলতার বৃক্ষ। চাই বুড়ােবট ও শকুন এবং পবিত্র ও আড্ডাবাজ কয়েকজন এবং গল্প সমগ্র। উপন্যাস-দিনান্তে দিন আকাশের কাছে বাড়ি। কাব্যগ্রন্থ-উপেনের জমি স্বপ্নের সবুজ ডাঙা ও জলপাই পাতা ঝরেছিল। শিশু-কিশােরদের বই-ইতিহাসের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া প্রাণীর খোঁজে চিরায়ত শেক্সপিয়র অদ্ভুত দিনরাত্রি বিলাসপুরের ইসকি ও শােভনের মহারাজ। লেখক হিসেবে অনুবাদের ক্ষেত্রটি তার বিশেষ আগ্রহের। বিশ্ব নাটকের বেশ কটি নাটক অনুবাদ করেছেন। আন্তন শেখভের-সী-গাল হেনরিক ইবসেনের-এ ডলস হাউজ (নােরা) ওয়াইল্ড ডাক এন এনিমি অব দ্য পিপল রােজমারশােম এবং হেডা গ্যাবলার। জ্য আনুইর-আন্তিগােনে। এবং ইউরিডাইস। হ্যারল্ড পিন্টারের-ডাম ওয়েটার এ নাইট আউট ও স্লাইট এক। এই হােশনারের-সােফিয়া লােরেন তার আপন কথা।