যে সকল মেহনতি মানুষের শ্রমে-ঘামে টিকে আছে আমাদের এই রাষ্ট্র, তাদের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা তো দূরের কথা, বেঁচে থাকবার মত ন্যূনতম মজুরি কিংবা কষ্টার্জিত ফসলের ন্যায্য দামটুকুও নিশ্চিত করা যায়নি। আমাদের জাতীয় সম্পদকে বিদেশি কোম্পানিগুলোর কাছে বিকিয়ে দেওয়া হচ্ছে সংকীর্ণ স্বার্থে কিংবা ক্ষমতার লোভে।<br> উন্নয়নের নামে চলছে লুটপাটের মহোৎসব। দ্বিদলীয় রাজনৈতিক ধারা দেশের শাসনক্ষমতায় অধিষ্ঠিত আছে, যারা উভয়েই সাম্রাজ্যবাদ তোষণকারী ও লুটেরা পুঁজিবাদের সেবাদাস। এই লুটেরা ধারার বিপরীতে শ্রমিক-কৃষক-মেহনতি মানষু কে সচেতন ও সংগঠিত করে সমাজতান্ত্রিক ধারাকে শক্তিশালী না করতে পারলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। সেই সমাজতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার লড়াইয়ে অক্টোবর বিপ্লব এক বিপ্লবী প্রেরণার উৎসধারা।