সৎকর্ম প্রশান্তি ও প্রাচুর্যের সোপান বইটিতে লেখক সৎকর্মের গুরুত্ব, ভিত্তি, পার্থিব জীবনে ও পরকালে সৎকর্মের প্রতিদান নিয়ে আলোচনা করেছেন। সৎকর্মকে কিভাবে সংরক্ষণ করতে হয় সে সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রাত্যহিক জীবনের কোন কোন কাজকে সৎকর্ম বলা যায় সে বিষয়ে আলোকপাত করেছেন। লেখক এ কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন যে শুধুমাত্র নামায, রোজা, হজ্জ, যাকাতের স্তম্ভ আকড়ে ধরলেই বেহেশতে যাওয়া যাবে না। বরং আমালুস সালেহাত যা স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে সৃষ্টির সেবা করে বেহেশতে যাওয়া যাবে এবং পৃথিবীর জীবনে প্রশান্তি ও প্রাচুর্যের মধ্যে দিনপাত করা যাবে।