জীবনের অনিবার্য এক বাস্তবতার নাম মৃত্যু। মৃত্যুর মতো এতো নিশ্চিত আর কোনো কিছুই নেই। মৃত্যু হচ্ছে সেই দরজা, যার মধ্য দিয়ে আমরা প্রবেশ করি আখিরাতের আঙিনায়। মৃত্যু হচ্ছে সেই সাঁকো, যা পার করে মুমিন উপস্থিত হবে তার রব্বের সামনে। তাই মৃত্যুক্ষণ থেকে নিয়ে কবরস্থ করা পর্যন্ত প্রতিটি বিষয় হওয়া উচিত শরীয়তসম্মত উপায়ে।
.
কিন্তু এই সময়ের করণীয় নিয়ে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা এবং বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞতার কারণে এমন অনেক কাজ আমরা করে ফেলি, যা সুস্পষ্ট শরীয়াহ বিরোধী এবং যার কারণে আমরা নিজেরাও গুনাহগার হই আর সাথে মৃত ব্যক্তিকেও শাস্তির সম্মুখীন করে থাকি। তাই এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া প্রতিটি মুসলিমের জন্যই খুব জরুরি।
.
মুফতি আরিফ মাহমুদ হাফিযাহুল্লাহ এই বিষয়টি নিয়ে খুব চমৎকার একটি কাজ করেছেন। তাঁর লেখা “শরয়ি আলোকে কাফন-দাফন” নামক বইটিতে তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সবিস্তারে। মৃত্যুর সময় থেকে নিয়ে মৃত্যুর পরে একজন মুসলিমের সাথে আমাদের কীরকম আচরণ করা উচিত, কীভাবে তার কাফন, জানাযা ও দাফন সম্পন্ন করা উচিত এবং দাফন-পরবর্তী আমাদের কী করণীয়, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে বইটিতে। মৃত্যুশয্যায় সালাফদের কিছু অবিস্মরণীয় উক্তিও বইয়ে তুলে এনেছেন মুহতারাম লেখক। এককথায়, মৃত্যু সম্পর্কিত মাসআলা-মাসাইলের জরুরি একটি সংকলন হয়ে উঠেছে এই বইটি।