দর্পণ কবীর উপন্যাস, ছােট গল্প, কবিতা ও ছড়া। লিখেন। দেশের সাহিত্যাঙ্গনে তার বহুমুখি প্রতিভার। পরিচিতি রয়েছে। সম্প্রতি সময়ে গানও লিখছেন। কিশাের গল্পগ্রন্থও রয়েছে তাঁর। উপন্যাস, ছােট গল্প, কবিতা ও ছড়ার ১৭টি গ্রন্থ এ অব্দি প্রকাশিত হয়েছে। ১৯৯১ সালের বইমেলায় তার প্রথম ছড়ার বই-ধপাস বের হয়েছিল।
দর্পণ কবীর পেশায় একজন সাংবাদিক। ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকা, ১৯৯২ সালে দৈনিক ভােরের কাগজ ও ১৯৯৩ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন এক দশক। সাংবাদিক হিসাবে তিনি যুক্তরাষ্ট্র, যুরাজ্য, ইউরােপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণও। করেছেন। ২০০২ সাল থেকে তিনি সপরিবারে। নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এই শহরেও তিনি বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। দায়িত্বশীল পদে। এটিএন বাংলা টিভির যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন। বর্তমানে তার সম্পাদনায়-দেশকণ্ঠ পত্রিকা নিউইয়র্ক থেকে প্রকাশিত হচ্ছে। তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা। সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সভাপতি। তার জন্মশহর নারায়ণগঞ্জ।