মুহাম্মদ হাবিবুর রহমান(৩ ডিসেম্বর ১৯২৮ - ১১ জানুয়ারি ২০১৪ ) ২০০৭ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ-এর একজন ফেলাে। তিনি লিঙ্কনস্ ইন-এর অনারারি বেঞ্চার এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উরষ্টার কলেজের অনারারি ফেলাে। ৬ টি কাব্যগ্রন্থসহ এ পর্যন্ত প্রকাশিত তাঁর গ্রন্থের সংখ্যা ৫৮ টি। তিনি বাংলাভাষার প্রথম ভাব-অভিধান যথাশব্দ-এর রচয়িতা। কোরানসূত্র, গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ, রবীন্দ্রবাক্যে আর্ট সঙ্গীত ও সাহিত্য, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশের তারিখ, মিত্রাক্ষর : অন্ত্যমিল শব্দকোষ, কোরানশরিফ সরল বঙ্গানুবাদ ইত্যাদি তাঁর বিখ্যাত গ্রন্থ।
Title :
স্বপ্ন, দুঃস্বপ্ন ও বোবার স্বপ্ন (হার্ডকভার)