সংগীতা বইটি মূলত একটি গীতিকবিতার বই। এটি গীতিকবির সংগীত জীবনের সৃষ্টিশীল কাজের একটি অংশ মাত্র। প্রায় দুই শতকের সংগীত সাধনার অভিজ্ঞতায় বাস্তবতার নানা প্রতিবন্ধকতা এবং মানব জীবনের অনিবার্য ঘটনার মধ্য দিয়ে অনেক কিছু অর্জন বা বিসর্জন দিতে হয়েছে। সামাজিক কারণে অনেক ক্ষেত্রে উৎসাহ ও অনুপ্রেরণার পাশাপাশি সমালোচনা এবং অস্তিত্বহীনতার সাথে সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে।
পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধের কারণে সাধনায় অনেক সময় মন্থর গতিশীলতাও এসেছে। দলগত সংগীতচর্চার জীবনে বারবার পরিবর্তন এসেছে। তবু নিবিড় যত্নের অনুশীলন ও অধ্যবসায়কে আশ্রয় করে এগিয়ে যেতে হয়েছে। দেশীয় ও বিশ্ব সংস্কৃতির বিবর্তনের সাথে তাল মিলিয়ে সাধনার মূলমন্ত্র ঠিক রেখে কল্যাণের বানী প্রচারের সাথে সাথে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে বইটি আরো সমৃদ্ধ করবে বলে বিশ্বাস রাখি।