সেইদিনকে আমি মনভরে স্যালুট এবং কৃতজ্ঞতা জানাই; কারণ সেইদিন পরন্ত বিকেলে বাইরে ঘুরতে বের হওয়া না হলে হয়তো ‘তুমি’ টাকে আমি কখনও পেতাম না। আর এভাবে গল্প-উপন্যাসের মতো আমাদের জীবনটা কারও কাছে উপস্থাপন করতেও পারতাম না হয়তো! ইতিহাসের পাতায় থাকুক মুড়ানো, আমাদের এই গল্পটা। যা কোন সিনেমা কিংবা উপন্যাসের কাহিনী নয়, কাল্পনিক গল্প নয়, স্বপ্নের ঝুড়ি নয়, চড়কায় কাটা চাঁদের মা বুড়ির সুতোও নয়। এটাই আমাদের জীবন–এটাই আমাদের গল্প। যাকে জীবনের গল্প বলা হয়। তাইতো আমাদের সঙ্গ হওয়া গল্পের নামটাই থাকুক—“সঙ্গিনী” প্রিয় সঙ্গিনী,
আমরা শুকরিয়া আদায় করি সেই মহান প্রভুর প্রতি—যিনি আমাদেরকে এক করে দিয়েছেন। যিনি শত বাঁধা বিপত্তির পরও দুইটা মনকে একই মনা করে দিয়েছেন। [আলহামদুলিল্লাহি রাব্বিল আ'লামীন]