রুখমার নাম শুনেই বরফের মতো জমে গেল মং প্রু, ওর কপালে দেখা গেল চিন্তার ভাঁজ। রূপন্তীর শরীরটা দেখে সে থরথর করে কেঁপে উঠল অজানা ভয়ে।
ফয়সাল বলল, ‘এখন কী করব?’
মং প্রু বলল, ‘অবস্থা বেগতিক। বুঝতে পারছি না। আপনারা শহুরে মানুষ, পাহাড়ের নিয়মকানুন জানেন না। আমার এখনই গ্রাম প্রধানের সাথে দেখা করতে হবে।’
‘কেন?’
‘মনে হচ্ছে, মানুৎকে খুশি করতে হবে। এছাড়া আর উপায় নেই।’
মং প্রু যখন গ্রাম প্রধানের বাড়িতে গেল তখন ভর সন্ধ্যা। সেই সন্ধ্যায় বান্দরবান থেকে অনেক দূরে সূর্যকান্দি গ্রামে বস্তাবন্দী রাসেলের লাশ চাপা দিয়ে দিল জক্কু হাজি। একটু আগে বাচ্চাটাকে মাছের মতো কেটে টুকরো টুকরো করেছে রোকেয়া, অনেকটা বাধ্য হয়েই কাজটা করতে হয়েছে। রাসেলের রক্ত জমিয়ে রাখা হয়েছে কাঁসার বাটিতে। এই শুদ্ধ রক্তই দেখাবে মুক্তির পথ।
অপার্থিব জগতের খেলা শুরু হবে এখনই...
মনোয়ারুল ইসলাম
মনােয়ারুল ইসলাম
মানুষের জীবনে কতগুলাে অধ্যায় থাকে, গল্প থাকে। আবার কিছু কথা থাকে যা গল্পের চেয়ে বেশি কিছু সেসব জায়গায় সত্য আর মিথ্যা পাশাপাশি অবস্থান করে। এসব গল্প, কথা, অধ্যায়গুলাে লিখে যেতে চাই নিজের সাধ্যমত । সত্য, মিথ্যা, ভালোলাগা, সমালােচনা, আলোচনা সব পাঠকের কাছে। লেখক হিসেবে শুধু আমার সামথ্যটক আমৃত্যু তুলে দিতে চাই কলম আর কী-বাের্ডের ছােয়াতে।। মনােয়ারুল ইসলাম জন্ম ১৬ ডিসেম্বর, ব্রাহ্মনবাড়িয়া। প্রথম প্রকাশিত গ্রন্থ – ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় অভিধান web.facebook.com/monowarul islam.14