আশান্বিত হই এই ভেবে যে, নবীনরাও আজকাল বেশ ভালো লিখছেন ফেইসবুক, বিভিন্ন গ্রুপ, ব্লগ, লিটল ম্যাগ এবং বিভিন্ন পত্রপত্রিকায়। সময়ের দাবিকে অগ্রাহ্য না করে তারাও একদিন কবিদের সারিতে দাঁড়াতে পারবেন সে প্রত্যাশা তাদের রচনাশৈলিতে স্পষ্ট লক্ষণীয়। ‘সন্ধ্যাহীন’ বইটির পাণ্ডুলিপি প্রণনয়কালেই তরুণ লেখক আশীব ফেরদৌস অংকন এর রচনার বৈশিষ্ট্য ও উপস্থান কৌশল মুগ্ধ করেছে আমায়। সব মিলিয়ে অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটিয়েছেন বইটিতে যা দেখে আমি সত্যিই অভিভূত। এরকম একটি বই উপহার দিতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত। লেখকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পরিশেষে বইটির সাফল্য কামনায় কলম তুলছি।