লেখক পরিচিতি এডভোকেট এ এস এম নাজিরুল ইসলাম ১৯৫২ সালের ৩১ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের বোহালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁহার পিতা মরহুম মোঃ খলিলুর রহমান জোয়ারদার একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাঁহার বাল্যশিক্ষা শুরু হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সসহ ইংরেজীতে অধ্যয়ন ও ডিগ্রি অর্জন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল. বি ডিগ্রি লাভ করেন।
মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি তিনি সৌখিন সাংবাদিকতায় জড়িত ছিলেন। তিনি ‘বগ্ড়া খানের বগুড়া’ শিরোনামে একটি প্রবন্ধ লেখেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। ছাত্র রাজনীতিতেও তিনি বরাবরই অত্যন্ত সক্রিয় ছিলেন। এরশাদের স্বৈরশাসনামলে ও পরবর্তীতে ১৯৯০ সালের গণ অভ্যূত্থানে তিনি সর্বদাই ভূমিকা রাখিয়াছিলেন। তিনি ব্যক্তিগতভাবে কর্মোদ্যমী, বিদ্যানুরাগী, সৎ ও নির্ভীক। রাজনীতির উপর তাঁহার আরো কয়েকটি পুস্তক চলতি বছরেই প্রকাশের অপেক্ষায় রহিয়াছে। তিনি দীর্ঘদিন যাবত আইন পেশায় রত আছেন।
এ এস এম নাজিরুল ইসলাম
Title :
স্বৈরতন্ত্রের নয় বছর : গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপি