আমাদের চারপাশে নিত্যদিন কত ঘটনা ঘটছে, তার মধ্যে বেশিরভাগই আমাদের জানা এবং শোনার বাইরে থেকে যায়। তবুও মাঝেমধ্যে এমন কিছু ঘটনার বিবরণ সংবাদ হয়ে পত্রপত্রিকার পাতায় আসে, সচিত্র রিপোর্ট হিসেবে টিভিপর্দায় দেখা যায়, যা আমাদের আলোড়িত করে, চমকে দেয়। আশপাশের অতি চেনা-জানা তেমনি কিছু চরিত্র এবং ঘটনার বিবরণ উঠে এসেছে এই গ্রন্থে সংকলিত গল্পগুলোতে। সমকালীন নগর ও গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে লেখা গল্পগুলো পড়তে পড়তে মনে হবে, এ তো আমাদের চিরচেনা বাস্তবজীবনেরই প্রতিচ্ছবি, যেখানে অবাস্তব এবং কল্পনাশ্রিত বিষয়ের অবতারণা নেই।
রেজাউল করিম খোকন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ব্যাংকিং পেশায় নিয়োজিত হন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে কর্মরত রয়েছেন। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখির সূচনা। ব্যাংকিং পেশায় কর্মব্যস্ততার মাঝেও তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। গল্প-উপন্যাস, বিনোদন, অ্যাডভেঞ্চার, লাইফস্টাইল, অর্থনীতি, ব্যাংকিং প্রভৃতি তাঁর লেখার বিষয়বস্তু। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮।