"শহরে ক’টা দিন শান্তি এসেছিল" বইয়ের ফ্ল্যাফের লেখা:
দুবৃত্তদের সীমাহীন ঔদ্ধত্য, প্রচণ্ড শক্তিমত্তা ও বেপরােয়া ভাব দেখে অনেক সময় আমরা ভেবে পাই না এ অবস্থার পরিবর্তন হবে কিভাবে? সাধারণ মানুষ এদের দম্ভ দাপটে ভীত হয়ে পড়ে, উৎপীড়নে দিশেহারা হয়ে পড়ে, এই শক্তি অপসারিত হওয়ার আশু সম্ভাবনা না দেখে হা হুতাশ করে। ঘাড়ের উপর জগদ্দল পাথরের মত চেপে বসা এই শক্তি কিভাবে অপসারিত হবে। তার উপায় খুঁজে পায় না। কিন্তু তা তাে কেবল কোনাে নালা থেকে নেমে আসা স্রোতের মাঝে কিছু ফেনা দেখে, পানির জন্য হা হুতাশ করারই নামান্তর। স্রোত অচিরেই ভাসিয়ে নিয়ে যায় ফেনা, পানির প্রবাহই রয়ে যায়। প্রচণ্ড ঝড়ের রাতের শেষে যেমন শান্ত ভাের আসে, অন্ধকার মেঘে সারা আকাশ ঢেকে যাওয়ার পরও এক সময় পরিষ্কার আকাশ দেখা যায়। তেমনি সকল দুবৃত্তদের দুবৃত্তপনার অবসানের পর স্বস্তির পরিবেশও ফিরে আসে নিশ্চয়। এক অস্থির শহরে কটা দিনের জন্য শান্তি ফিরে আসার ঘটনা বিবৃত হয়েছে এই কিশাের উপন্যাসে।