হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহতারাম শায়েখ হাফেজ কারী আব্দুল হক সাহেবের সত্যায়ন ও নযরে ছানিতে প্রকাশিত : বিশ্বের প্রথম ‘কালার কোডেড’ ওয়াকফ ইবাতিদা ও আয়াতে মুতাশাবিহাত সহ ‘সহজ হাফেজী কুরআন’
যাদের দম ছোটো তাদের জন্য বিশেষ ভাবে কোথায় থামতে হবে সেখানে লাল চিহ্ন দেয়া। আবার থামার পর আবার কোন জায়গা থেকে সেখানে সবুজ চিহ্ন দেয়া হয়েছে।
আয়াতে মুতাশাবিহাত বা মুশাব্বার আয়াতগুলোর নিচে তীর চিহ্ন দিয়ে পৃষ্ঠার পাশে নম্বর দিয়ে কালার কোড করে উল্লেখ করে দেয়া হয়েছে। যেন তিলায়াতকারী সহজে বুঝতে পারে এই একই রকম আয়াত আর কোন কোন পারার কত নাম্বার পৃষ্ঠায় আছে।
এছাড়া বিষয়ভিত্তিক সূচিপত্র ও বিষয়ভিত্তিক আয়াত বিশেষভাবে চিহ্নিত করা আছে; যেখানে আল্লাহর হুকুম আহ্কাম, কুরআনের বিভিন্ন ঘটনাবলি, নবী রাসূলদের কাহিনী ইত্যাদির বর্ণনা রয়েছে।