ফতোয়া দেয়া বুঝি সবচে সহজ। কিন্তু কজন জানে এর পেছনে মস্তিষ্কের কত ঘাম জড়িয়ে থাকে? বাইরে থেকে যত সহজ ভাবি, বিষয়টা আসলে মোটেও অত সহজ না । ফিক্হ আর ইসলামি ফিক্হের মূলনীতির বৈচিত্রপূর্ণ জগত
অত্যন্ত সহজ ভাষায় সবার জন্য উন্মুক্ত হলো "সহজ ভাষায় উসুলুল ফিকহ" বইতে।