ফ্ল্যাপের কিছু কথাঃ শহীদুল্লা কায়সার ও জহির রায়হান ছিলেন সহোদর। তাঁর দুজন শুধু বাংলাদেশেল সাহিত্যে নয়, বাংলাদেশের ইতিহাসেরও অংশ। ভাষা-আন্দোলন থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ পর্যন্ত টানা ঘটনাবলিতে তাঁর দুজন সামান্য সৈনিক ছাত্র নন, বরং স্ব স্ব ক্ষেত্রে তাঁর সেনাপতির ভূমিকা পালন করে গেছেন। ফলে এর মুল্যও তাঁদের দিতে হয়েছে, একেবারে জীবন দিয়ে। কিন্তু সমাজ-জীবনের সংগ্রামে তাঁদের আগমন ছিল যেমন বীরোচিত, তাঁদের চলে যাওয়াও ছিল একই রকম, শাহাদতের মর্যাদায়।
দুই ভাই লড়ছিলেন একই আদর্শের জন্যে। তাঁদের সামনে লক্ষ্য ছিল সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা। একজন এজন্যে বেছে নিয়েছিলেন সরাসরি সাংগঠনিক কার্যক্রম, অন্যজন কাঁধে তুলে নিয়েছিলেন ক্যামেরা। কিন্তু দুজনের আবার একই রকম মিল ছিল, দুজনিই ছিলেন কলম-সৈনিক। লেখালেখিকে তাঁরা হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন। প্রকৃতপক্ষে সমকালীন প্রতিভার বিচারে শহীদুল্লা কায়সার ও জহির রায়হান ছিলেন সব্যসাচী, সমাজ পরিবর্তনের সংগ্রামে এমন কোনো দিক নেই যেখানে তাঁরা বিচরণ করেননি।
সমকালীন এই প্রেক্ষাপটকে সামনে রেখে তাঁদের, বিশেষ করে তাঁদের সাহিত্যকর্ম, যার অধিকাংশ জুড়ে আছে কথাসাহিত্য, তার মূল্যায়ন ছিল অপেক্ষিত। আরজুমন্দ আরা বানু বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক হিসেবে শহীদুল্লা কায়সার ও জহির রায়হান এই বিশাল কর্মকে দেখেছেন এক অনুসন্ধিৎসু মন নিয়ে।
আরজুমন্দ আরা বানু
Title :
শহীদুল্লা কায়সার ও জহির রায়হানের কথা সাহিত্য