সারসংক্ষেপ শৈলেন সরকার তাঁর সমকালেই বাস করেন, সমকালের কোনো এক রূপকথার রাজ্যে নয়। যে কালের আষ্টেপৃষ্ঠে বেঁধে আছে রাজনীতি, ত্রাস ও দারিদ্র। সেখানে বসতি যে মানুষের, তার জীবন ও প্রাণ ধুকন্ত। আশা ও স্বপ্নে, কখনো কখনো ওই ধুকন্ত জীবন ও প্রাণও দুলে ওঠে বটে, তবে সে নেহাৎই স্বল্পায়ু বুদবুদ-পলকে মিলিয়ে যায়। জীবনে নিরেট সত্য হয়ে থাকে ভোগান্তি দুর্গতি দুর্দশা, গন্তব্যহীন বেঁচে চলা।
স্বদেশযাত্রা গল্পগ্রন্থে সমকাল আর জীবন পেয়েছে সুষম শব্দরূপ, শৈলেন সরকারের হাতে। শৈলেন সরকারের অনবদ্য গল্পগুলো প্রথমে প্রকাশ করে গাঙচিল, কলকাতা; বাংলাদেশের চারদিক- এর সহযোগী প্রতিষ্ঠান।