বছর শুরুর প্রারম্ভে একাধিক উপলক্ষ্যকে সামনে রেখে যখন উৎসবের আমেজে সেজেছে পুরাে শহর এমন সময়। আন্তর্জাতিকভাবে কুখ্যাত এক অপরাধী নিতান্ত আকস্মিকভাবে ধরা পড়ল এয়ারপাের্টে। ধরা পড়েই সে জানাল তাকে ছেড়ে দেওয়া না হলে বছরের প্রথমদিন ঘটবে এমন এক ঘটনা, যার ফলে প্রাণ হারাবে লক্ষাধিক মানুষ। একদিকে ইন্টারপোলসহ বিশ্বের বড়-বড় আইন প্রয়ােগকারী সংস্থাগুলাের চাপ, অন্যদিকে কুখ্যাত এই অপরাধীর বিশেষ প্রস্তাবের কূটচালে প্রশাসন যখন দিশেহারা এমন সময় জটপাকানাে এই ঘটনার দায়িত্ব এসে পড়ে দীর্ঘদিন যাবত স্বেচ্ছা-অবসরে থাকা সাইকোলজির এক প্রফেসরের ওপরে। জটিল ও প্রাণঘাতী এই ষড়যন্ত্রের স্বরূপ উদ্ঘাটনের জন্য প্রফেসরের একমাত্র অস্ত্র তার বুদ্ধিমত্তা, হাতে সময় মাত্র এক রাত । প্রফেসর কি পারবে কুখ্যাত এই অপরাধীকে নিজের বুদ্ধিমত্তার জালে বন্দি করে লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচাতে...?
জবাব জানতে পড়ুন ২৫শে মার্চ, সপ্তরিপু, ব্ল্যাকবুদ্ধার মতাে উপন্যাস দিয়ে বাংলাদেশ ও কলকাতায়। পাঠকপ্রিয়তা অর্জন করা লেখক রবিন জামান খানের সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজের প্রথম উপন্যাস ‘শব্দজাল’- যেখানে ধীশক্তি আর শব্দের খেলায় ফুটে উঠেছে মানব মনের বিচিত্র এক অন্ধকার উপাখ্যান।
রবিন জামান খান
রবিন জামান খানের জন্ম ময়মনসিংহ শহরে, পৈত্রিক নিবাস নেত্রকোনার কেন্দুয়ায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়শােনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্বে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষকতাকে পেশা ও লেখালেখিকে নেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন সঙ্কলনে বেশকিছু মৌলিক ও অনুবাদ গল্প প্রকাশিত হয়েছে। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার মৌলিক গৃলার উপন্যাস ২৫শে মার্চ, সপ্তরিপু, ফোরটি এইট আওয়ার্স, দিন শেষে, আরােহী ও অন্ধ প্রহর। বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে পুণপ্রকাশিত হয়েছে তার ২৫শে মার্চ ও সপ্তরিপু। ভারতবর্ষের ইতিহাস ও ইতিহাসের রহস্যময় ঘটনাবলী নিয়ে আগ্রহ থেকে বর্তমানে কাজ করে চলেছেন একাধিক ইতিহাস নির্ভর ধূলার উপন্যাস নিয়ে। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি।