শিশুর মননে ঈমান (পেপারব্যাক)
কোন দিকে অগ্রসর হবে আমাদের আগামী প্রজন্ম? কোন দিকে যাত্রা করবে নতুন দিনের অভিযাত্রারা? তারা কি ডুবে যাবে কালের আঁধারে? বিলীন হবে অশুদ্ধতার অশুভ গহ্বরে? নাকি, তারা হৃদয়-মাঝারে বয়ে বেড়াবে আলোর ফুলকি? আলোকিত করে যাবে জনপদ থেকে জনপদ? তারা কি রাঙিয়ে তুলবে ভুবন? নতুন করে ছিনিয়ে আনবে হারিয়ে যাওয়া সোনালি প্রভাত? তারা কি বেড়ে উঠবে ফুলের কুঁড়ির মতো? প্রস্ফুটিত হবে দিগন্ত আলো করা শোভা নিয়ে? তারা কি আখিরাতেও আমাদের জন্য আলো হবে? প্রদীপের মতো হবে পথযাত্রী? আগামীর সেই অভিযাত্রীদের মনে দীপ্ত এই বিশ্বাস ছড়িয়ে দেওয়ার প্রয়াসেই রচিত হয়েছে 'শিশুর মননে ঈমান'।
শিশুমনে ইমানের পরিচর্যা-বইটি ঈমানের উপমা কুরআনে এসেছে চারাগাছের সাথে । শিশুর ফিতরাত হচ্ছে উর্বর জমি , যেখানে মহীরুহ হয়ে উঠবে এই চারাগাছ । এই উর্বর জমি আজ চাষির উদাসীনতায় আগাছায় সয়লাব হয়ে আছে। আমাদের গাফলতির কারণে প্রতিটি প্রজন্ম দূরে সরে যাচ্ছে ইসলাম থেকে। যেসব বাবা- মা তুলনামূলক সচেতন,তারাও সন্তানকে নীতি-নৈতিকতা শেখানোর জন্য প্রতিষ্ঠানের উপর নির্ভর করে । কিন্তু প্রতিষ্ঠান যাওয়ার বয়স হবার আগেই তো শিশুর মনে জমে যাচ্ছে আগাছা। ‘শিশুমনে ইমানের পরিচর্যা’ বইটি ইমান-লতার গোড়ায় ‘সার-সেচ’ দিয়ে আগাছা ছাড়ানোর কাজ করবে। আল্লাহ, ফেরেশতা,কিতাব, নবী-রাসুল, তাকদীর ,আখিরাত, বিচার -দিবস ইত্যাকার ঈমানের খুঁটিগুলোর সাথে কিভাবে আপনার সন্তানকে কানেক্ট করাবেন সেই ব্যাপারটা বেশ প্রাণবন্তভাবে ফুটে উঠেছে বইটিতে। নামেমাত্র ‘মুসলিম’ নয়, বরং ‘মুমিন’ হিসেবে গড়ে উঠার দিকনির্দেশনা দেয়া হয়েছে এতে । ইসলামই হোক আমাদের পারিবারিক সফটওয়্যার। চলুন, আমি ও আমার সন্তান আজ থেকে দুনিয়াকে দেখবো ইসলামের দৃষ্টিতে……প্রকাশনী: সমপর্ণ