ছোটোবেলায় শিশুরা যদি সহিহ-শুদ্ধভাবে নামাজ শিখে, সেটার প্রভাব থাকে সারাজীবন। কিন্তু, এই বয়সে যারা সঠিকভাবে নামাজ শিখতে পারে না, বড়ো হওয়ার পর তাদের নামাজে ভুল থেকে যায়। লজ্জার কারণে আর শেখা হয় না!
বইটিতে নামাজের প্রতিটি দুআ ও সূরার সহজ অর্থও দেওয়া হয়েছে। যাতে নামাজে মনোযোগ বৃদ্ধি পায় এবং শিশুকাল থেকেই আল্লাহর সাথে কথোপকথনের অনুভূতি তৈরি হয়। এ ছাড়াও বইটিতে নামাজের প্রতিটি স্তরের ছবি রয়েছে, যাতে শিশুরা দেখে দেখে সহজেই শিখতে পারে।