শিশু কিশোরদের নির্বাচিত আবৃত্তির কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে এ সংকলনটি। আবৃত্তির জন্য মানসম্পন্ন কবিতা খুঁজতে গিয়ে পরিশ্রম খানিকটা লাঘব হবে। শিশুদের এবং অভিভাবকদের। বিষয়বস্তুর বিচিত্রতায় একটি সংকলনে অনেক কবিতা খুঁজে পাওয়া আনন্দেরও বটে। শিশু কিশোর বয়স হচ্ছে নতুন কিছু শেখার প্রকৃত সময়। এ সময়ে আবৃত্তি চর্চার সূচনা হওয়া বাঞ্চনীয়। এ শেখার মধ্যে দিয়ে শিশু-কিশোররা কথা বলায়, উপস্থিত বক্তৃতায়, গল্প বলায়, ভাষণে, উপস্থাপনায়, সংবাদপাঠে, অভিনয়ে, বাচনিক শিল্পে নিজেকে যোগ্য করে তুলতে পারে। আর এ সব কিছুর মূল ভিত্তি তৈরী করে দেয় আবৃত্তি। প্রচলিত অনেক সীমাবদ্ধতা কাটিয়ে শব্দকল্পদ্রুম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষণের এ কার্যক্রমটি করে যাচ্ছে আন্তরিক ও নিরলশ ভাবে। এ সংকলনটি ধারাবাহিক নানা কার্যক্রমের একটি অন্যতম উদ্যেগ। শব্দকল্পদ্রুমের আবৃত্তি শিক্ষণের শিশুরা বার বার এমন একটি সংকলনের প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করেছে। শব্দকল্পদ্রুম শিশু-কিশোর ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের আবৃত্তি প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছিলো যমুনা ফিউচার পার্ক সংলগ্ন কুড়িলে, এলিফ্যান্ট রোডের দীপনপুর (করোনাকালীন সময়ের শেষের দিকে দীপনপুর বন্ধ হয়ে যায়) এবং লালমাটিয়ায় নতুন শাখার কার্যক্রম শুরুর প্রক্রিয়ার মধ্যেই বৈশ্বিক মহামারি করোনার থাবায় সমস্ত স্বাভাবিক কার্যক্রম দফায় দফায় বন্ধ হয়ে যায়। ফলত ক্লাসরুমের সমস্ত কার্যক্রমই গুটিয়ে ফেলতে বাধ্য হই। খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা শুরু করি আমাদের আবৃত্তি প্রশিক্ষনের অনলাইন কার্যক্রম। শুভানুধ্যায়ী আবৃত্তি বন্ধু স্বজনদের সহযোগিতায় জ্যেষ্ঠ শিক্ষার্থী ও শিশু-কিশোরদের প্রশিক্ষণ শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ বিভূয়ের অনেক স্থান থেকে যুক্ত হন প্রশিক্ষনার্থীরা। আমি বিস্মিত হই শিশু- কিশোরদের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। আবৃত্তি শিক্ষণের বিভিন্ন বিষয়ের পাশাপাশি পঠন কার্যক্রমে এবং বিভিন্ন জাতীয় দিবসে শিশুদের অনলাইন অনুষ্ঠান আয়োজনে প্রয়োজন হতে থাকে বিষয় ভিত্তিক কবিতা। একটি গ্রন্থে অনেক বিষয়ের কবিতার সংগ্রহ-এমন একটি সংকলনের বিষয়টি শিশু ও অভিভাবকদের কাছ থেকেও দাবী জোরালো হতে থাকে। এ সমস্ত বিবেচনায় শিশু-কিশোরদের আবৃত্তির জন্য তাদের উপযোগী কবিতার বিভিন্ন বিষয় সংযোজন করে এ সংকলনের প্রকাশ। এ সংকলনে মহান ভাষা দিবসের কবিতা দিয়ে শুরু হয়ে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে ও শ্রদ্ধায় রচিত বরেণ্য কবিদের লেখা কবিতা সন্নিবেশিত হয়েছে। নবীন প্রতিশ্রুতিশীল কবিদের কবিতাও স্থান পেয়েছে সংকলনে। আরো রয়েছে দেশপ্রেমের কবিতা, চিরায়ত কবিতা, ঋতুবৈচিত্র্য নিয়ে কবিতা সহ আরো কিছু বিষয় ভিত্তিক কবিতা। প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাংলা প্রমিত উচ্চারণে জড়তাহীন; সুন্দর-সাবলীল কথা বলায় দক্ষ হতে হবে। ব্যক্তিগত উদ্যোগে ভাষা ব্যবহারে সচেতনতা; সেইসঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতি- সাহিত্য চর্চা নিয়ে যারা কাজ করেন তাদের এগিয়ে আসতে হবে বাংলা ভাষার বৈচিত্র্য রক্ষার জন্য। বিকৃত উচ্চারণ এবং ভাষা দুষণ অত্যন্ত গর্হিত কাজ। -নাজমুল আহসান সম্পাদক প্রধান নির্বাহী, শব্দকল্পদ্রুম- শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি পাঠশালা।
নাজমুল আহসান
Title :
শিশু-কিশোরদের নির্বাচিত আবৃত্তির কবিতা (হার্ডকভার)