ফ্ল্যাপের কিছু কথাঃ শিপরা, টিপরা, ইপরা-তিনজন পিঁপড়াকর্মী।কর্মী-পিঁপড়াদের বড় কষ্ট।এরা অনেক পরিশ্রম করে।অন্য পিঁপড়াদের সঙ্গে যুদ্ধ করে।সেবাযত্ন করে রানীদের। একবার বন্যায় খুব খাবারের অভাব দেখা দেয়।শিপরা টিপরা আর ইপরা মিলে অভিযান চালায় চিনির বয়ামে। এর আটকা পড়ে বয়ামে। তারপর কতো লড়াই-সংগ্রাম করে যে এরা মুক্তি পায়। আর পিঁপড়ারাজ্যের জন্যে এন দেয় অনেক অনেক চিনি। তুব রানীর চোখে এরা অপরাধী।আর মুশকিল হলো, এদের রাজ্যে রাণী একজন নয়, দুজন।ইপরাকে বন্দি করা হয়। কিন্তু কেন?
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।