“মুসান্না “একজন সাহাবী।একজন মুজাহিদ। একজন সেনাপতি। ইতিহাসের পাতায় পাতায় তাঁর নাম লিখা আছে রক্তের হরফে, সাহসের কালিতে। তিনি তাঁর তেজোদ্বীপ্ত তলোয়ারের ডগা দিয়ে রচনা করেছেন এক রক্তলাল ইতিহাস। বিরল প্রতিভার অধিকারী এই মহান সেনাপতি শক্তিধর পারস্যের মোকাবিলায় মাত্র এক হাজার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর বিক্রমে। যুদ্ধের ময়দানে তিনি সবসময় ছিলেন পাহাড়ের মতো অটল, পর্বতের মতো অবিচল। ভয়, শংকা ও সেনাস্বল্পতা একটি বারের জন্যেও বিন্দুমাত্র টলাতে পারেনি তাঁকে।একের পর এক বড় বড় বিজয় এসে আছড়ে পড়েছে তাঁর পায়ে পায়ে।
বক্ষ্যমাণ গ্রন্থে কর্নেল মুহাম্মাদ ফারাজ এই মহান সেনাপতির জীবনোপাখ্যান বর্ণনা করেছেন বিপ্লবী কলমের আঁচড়ে আঁচড়ে।