নাম রিদয়, কিন্তু ছেলেটা আসলে ছিল হৃদয়হীন। যাকে বলে একেবারে বিচ্ছু ছেলে। নষ্টামি করেই দিন কাটত তার। মানুষ বল, পশুপাখি বল, কীটপতঙ্গ বলÑসব্বাই অতিষ্ঠ তার জ্বালাতনে। একদিন সেই বিচ্ছু রিদয় গণেশঠাকুরের পিছনে লাগল। এতে ভীষণ রেগেমেগে গণেশঠাকুর অভিশাপ দিলেন। দেখতে-না-দেখতে বুড়ো আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে গেল রিদয়। শেষাবধি যক হয়ে গেল সে। হায় হায়, কী করবে এখন রিদয়? গণেশঠাকুরের শাপে যক হয়ে যাওয়া রিদয় তারপর যা করল আর যা দেখলÑতাই নিয়েই এই কৌতূহলকর উপন্যাস, ‘বুড়ো আংলা’। এই কাহিনী দিয়ে লেখক পরিচয় করিয়ে দেন মাঠ-নদী-বন-পাহাড় দিয়ে গড়া অপরূপ এক বাংলাদেশের সঙ্গে। পরিবেশ বিষয়ক এমন অ্যাডভেঞ্চার উপন্যাস বাংলা শিশুসাহিত্যে বিরল।