গােটা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। আজকের বিশ্ব একটা ছােট্ট ভিলেজ মাত্র। তাই বিশ্বকে বলা হয় ‘তথ্য-প্রযুক্তির বিশ্ব’ । বিশ্বব্যাপী বিজ্ঞান এগিয়ে যাচ্ছে দুর্বার ও দুর্দমনীয় গতিতে। আর অনিবার্য সত্যকে উদ্ঘাটন করছে বিস্ময়করভাবে। দৈনন্দিন জীবনের নানা কাজে এবং প্রয়ােজনে আমরা বিজ্ঞানের নানা বিষয়ে গুরুত্ব অনুভব করছি যা অপরিহার্য।
ছােট্ট একটি সূচ থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত হাজারাে রকম আইটেম এখন আমাদের চারপাশে। এগুলাে আমাদের দৈনন্দিন প্রয়ােজন মেটাচ্ছে। তাই এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা বা অর্জন করা আবশ্যক হয়ে পড়েছে। আর এটা অর্জন করার একটা অন্যতম উপায় হলাে প্রজেক্ট বা এক্সপেরিমেন্টাল ওয়ার্কসপ । এসব বৈজ্ঞানিক প্রজেক্ট একদিকে জ্ঞানকে যেমন বৃদ্ধি করতে সহায়তা করছে তেমনি আমাদের প্রয়ােজনকে বাস্তব উপাদানে রূপ দিচ্ছে। তাই আজকে অনেক জিনিসই আমরা নিজেরা তৈরি করতে পারছি অনায়াসে। অবশ্য দৈনন্দিন জীবনে প্রায়ােগিক জ্ঞান থাকলে অনেক কিছু করা সম্ভব। তবে তার জন্য চাই অদম্য আগ্রহ আর তা বাস্তবায়নে নিজেকে নিয়ােজিত করা।
এ গ্রন্থে আমার সে চেষ্টারই প্রতিফলন ঘটেছে। আমার সকল শ্রম পাঠকের কাছে বিলিয়ে দিতে কোনাে কার্পণ্য নেই। এর মাঝেই আমার অস্তিত্ব ও স্মরণ বলে আমি বিশ্বাস করি। খুব দ্রুততার সাথে কাজটি শেষ করতে হলাে। এর মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান মেলায় নিজেকে অংশগ্রহণ করাতে সমর্থ হবে বলে আমি আশাবাদী। আর সে উদ্দেশ্যেই মূলত গ্রন্থটি রচনা। গ্রন্থটিতে প্রতিটি প্রজেক্টের সাথে ছবি, ডায়াগ্রাম, উপকরণ, প্রকরণ, পদ্ধতিসহ সাধারণ এবং বিশেষ বিষয়ও তুলে ধরা হয়েছে।