অভিধান থেকে আমরা সাধারণত একেকটি শব্দের অর্থ খুঁজি। কখনও কখনও কোনও কোনও শব্দের প্রমিত উচ্চারণও জানতে চাই। কিন্তু খুব দরকার না পড়লে শব্দের উৎস এবং পদ-পরিচয় খুঁজি না। আমরা অনেকেই অন্য সব বইয়ের শুরু থেকে শেষপর্যন্ত পড়ি বা পড়তে পারি, কিন্তু একেকটি অভিধানের শুরু থেকে শেষ অব্দি একনাগাড়ে খুব একটা পড়া হয় না বলেই মনে হয়। শিক্ষার্থী বাংলা অভিধান’ সুসহজ একটি অভিধান। কেউ চাইলেই এই অভিধানটির আগাগােড়া একনাগাড়ে পড়তে পারবেন। এখানে শব্দের উৎস দেওয়া হয়নি। নিশ্চয়ই কেউ কেউ একেকটি শব্দের উৎস পদ অর্থ উচ্চারণ জানতে চান, তাঁদের জন্য বাংলাভাষায় বেশ কয়েকটি বৃহৎ আকারের বাংলা অভিধান তাে আছেই, সাধারণ জিজ্ঞাসার উত্তর খোজার জন্যই এই অভিধানের শব্দগুলাে সংকলিত হয়েছে। এখানে বর্ণানুক্রমিকে প্রতিটি শব্দ সাজানাে আছে। স্বর এবং ব্যঞ্জনের বর্ণানুক্রম মনে রাখলেই এই অভিধান থেকে দরকারি শব্দগুলাে খুঁজে পাওয়া যাবে। বাংলায় অবিকল্প ইংরেজি এবং কম গুরুত্বপূর্ণ তৎসম শব্দ শিক্ষার্থী বাংলা অভিধানে রাখা হয়নি।