ফ্ল্যাপের কিছু কথাঃ বাংলাদেশের স্বাধীনতা দুই যুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও এদেশে কোনো শিক্ষানীতি নেই। বস্তুত শিক্ষানীতি ছাড়াই এতদিন শিক্ষাব্যবস্থা চলেছে। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে ড. কুদরত এ খোদার নেতৃত্বে একটি কমিশন গঠন করেছিলেন। কমিশন আনুষ্ঠানিকভাবে একটি রিপোর্ট বঙ্গবন্ধুর কাছে উপস্থাপন করেছিলেন। কিন্তু শিক্ষানীতি চূড়ান্ত রূপ পাওয়ার পূর্বেই জাতির জনককে হত্যা করা হয়েছিল। হত্যাকারীদের কী উদ্দেশ্য ছিল তা জাতির আর জানতে বাকি নেই। অনেক উদ্দেশ্যের মধ্যে একটি ছিল দেশের মানুষকে শিক্ষা থেকে দূরে রাখা, শিক্ষাব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টি করা। ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লাগাতার একুশ বছর এই লক্ষ্যে একের পর এক ষড়য্ন্ত্র করা হয়েছে। খুনিচক্রের দল অনেকটা সফলও হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থার যে হাল হয়েছে তাতেই অনুসন্ধিৎসু পাঠক অনুমান করতে পারবেন কীভাবে দিনের পর দিনে অশিক্ষা ও কুশিক্ষায় জাতিকে নিমজ্জিত করা হয়েছে। এএসএইচকে সাদেক বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বের কারণেই প্রতিনিয়ত তাকে এসব অপসংস্কৃতি ও নৈরাজ্যের মোকাবেলা করতে হচ্ছে। তাঁর নিজের ভাষায় : একুশ বছরের জঞ্জাল দু-তিন বছরেই সবটা ঝেড়ে ফেলা সম্ভব হবে না। তবু এই কয়েক বছরে শিক্ষা ব্যবস্থাপনায় একটা শৃঙ্খলার্ ফিরে আসতে শুরু করেছে। এই শৃঙ্খলা ফিরে আসাটাও সামান্য কোনো ব্যাপার নয়। দীর্ঘ দিনের অনিয়মকে বশে আনা এবং নিয়মের প্রতি সকলের শ্রদ্ধা ফিরিয়ে আনার মানসিকতা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিয়েছে। শিক্ষানীতি ও শিক্ষাভাবনা গ্রন্থটির আদ্যোপান্ত্ পড়লেই পাঠক এ সম্বন্ধে একটি ধারনা লাভ করতে পারবেন। বিভিন্ন সময় জনাব শারাফ সাদেক দেশের শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে যেসব বক্তৃতা ও সক্ষোৎকার দিয়েছেন সংকলিত লেখাগুলো তারই একটি অংশমা্ত্র। সূচিপত্র * জাতি কীভাবে শিক্ষিত হয়ে উঠবে তা শিক্ষানীতির ওপর নির্ভর করে * শিক্ষানীতির বাস্তবায়ন ছাড়া উপায় নেই * নতুন শতকের মোকবেলা * প্রসঙ্গ যথন নোট বই * প্রসঙ্গ : বেসরকারি বিশ্ববিদ্যালয় * আমাদের শিক্ষাব্যবস্থা আছে, নীতি নেই * সবার জন্য শিক্ষা * খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন * জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ * জাতীয় শিক্ষানীতি প্রনয়ন কমিটির রিপোর্ট * আন্তর্জাতিক সাক্ষরতা দিবস * মানুষের মতো মানুষ হওয়ার যোগ্যাতার অধিকার * বগুড়ার শিক্ষক সমাবেশ * তাত্ত্বি জ্ঞানের সাথে ব্যবহারিক অবভিজ্ঞতা * বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তা মানুষের কৌতূহলী মনকে জাগিয়ে তুলেছে * বায়োটেকনোলজিতে বৈপ্লবিক পরিবর্তন * সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে প্রযুক্তি * বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কৃষিশিক্ষা * রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন * Good Teacher will Produce Good students * Statement of Bangladesh on Atomic Energy * UNESCO and Bangladesh-1 * UNESCO and Bangladesh-2 * Developing Countries and Science and Technology * Educational Innovation for Development