‘শীকর বাংলা প্রশ্ন-পাঠ' বইটির ৫ম সংস্করণ প্রকাশ করতে যাচ্ছি। প্রতিটি সংস্করণেই নতুন নতুন তথ্য সংযােজন করা হয়। এ সংস্করণেও হয়েছে। বইটি বিসিএস-এর সিলেবাসের অধ্যায় অনুসারে সাজানাে। আগের সংস্করণের মত এবারও প্রতিটি অধ্যায়ে চারটি অংশই রয়েছে। প্রথম অংশে বিসিএস ও বিজেএস প্রিলিমিনারির প্রশ্ন, দ্বিতীয় অংশে পিএসসির নন-ক্যাডার ও অন্যান্য নিয়ােগ পরীক্ষার প্রশ্ন, তৃতীয় অংশে ব্যাংকের প্রশ্ন, চতুর্থ অংশে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। বর্তমান সংস্করণে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সংযােজন করা হয়েছে। সাহিত্য অংশে ‘বিখ্যাত উক্তি এবং ব্যাকরণ অংশে ‘পদ পরিবর্তন নামে দুটি নতুন অধ্যায় সংযােজন করা হয়েছে। বরাবরের মতাে এবারও একই প্রশ্নের পুনরাবৃত্তি না করে একটি প্রশ্ন রাখা হয়েছে। প্রয়ােজন অনুসারে প্রতিটি প্রশ্নের শেষে ব্যাখ্যা বা শর্ট নােট দেওয়া হয়েছে।
বাংলা বিষয়ের প্রস্তুতি এই বইটি দিয়ে শুরু করতে পারেন। স্বল্পসময়ে প্রস্তুতির জন্য বইটি অত্যন্ত কার্যকরী। যারা মডেল টেস্ট দিতে চান তারাও এই বইটিকে মডেল টেস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন।