শেষের কবিতা রচিত হয় ১৩৩৫ বঙ্গাব্দে, 'প্রবাসী' পত্রিকায় ভাদ্র-চৈত্র ১৩৩৫-এ মুদ্রিত হয়। গ্রন্থাকারে প্রকাশিত হয় ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দে।
উপন্যাসটির বিষয়বস্তু বিন্যস্ত হয়েছে সতেরটি উপচ্ছেদে, একটি অপরটির সঙ্গে যুক্ত। উপচ্ছেদগুলোর রয়েছে সাংকেতিক শিরোনাম। কথাকাব্যের লক্ষণ অনুসারে উপচ্ছেদগুলো স্বাধীন, ভাবব্যঞ্জনা-সূত্রে বাঁধা পড়েছে ঘটনার পটভূমিতে। আখ্যানরূপের ক্রিয়ামুখর ঘটনাবলির পরিবর্তে লেখক বেশি ব্যবহার করেছেন কথাকাব্যের ভাবকল্প । এই উপন্যাসের কাহিনিতে এক ধরনের সৃষ্টিক্রিয়া আছে যা মিলে যায় বস্তু থেকে প্রাণ ও চৈতন্য উদ্ভবের সঙ্গে।
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর (জন্ম : ৭ মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (মৃত্যু : ২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছােটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমােট ৯৫টি ছােটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সঙ্কলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খন্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খন্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নােবেল পুরস্কার পান।