আমাদের বর্তমান স্বাধীনতা অতীতের অনেক আন্দোলন-সংগ্রামের সমষ্টিগত ফল। এ কারণে অতীতের সব আন্দোলন-সংগ্রামের তাত্পর্য, ঘটনার পরম্পরা আমাদের বুঝতে হবে। আবুল মনসুর আহমদের এই বই বাংলাদেশ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এবং তার বিভিন্ন স্তরের মর্মার্থ উপলব্ধি করতে বিশেষ সহায়ক হবে।
শেরে বাংলার উত্থাপিত লাহোর প্রস্তাবের পেছনে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের কী আকাঙ্ক্ষা বা মনস্তত্ত্ব কাজ করেছিল, ভারতভাগের ফলে বাঙালিকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছিল; তারপর পাকিস্তান আমলে যে শোষণ, বৈষম্য, শাসকদের বৈরী মনোভাব ও শেষে ব্যাপক গণহত্যা ঘটেছিল, তার পেছনের মনস্তত্ত্বই-বা কী—এসব বোঝাটাও আমাদের জন্য জরুরি। তারও আগের সিপাহি বিপ্লব, স্বরাজ-খিলাফত বা কৃষক-প্রজা আন্দোলন—এই সব ঘটনাকেই ইতিহাসের উত্তরাধিকার বলে মনে করেন লেখক।
ইতিহাসের মধ্যে দ্বান্দ্বিকতা আছে। আছে ধারাবাহিকতা। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধুর সময় পর্যন্ত রাজনীতির ক্রমবিকাশ বোঝা যাবে এই বই পড়লে।
সিপাহি বিপ্লব থেকে দেশভাগ। তারপর বাংলাদেশ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। এই ঐতিহাসিক অভিযাত্রার বিভিন্ন স্তরের মর্মার্থ উপলব্ধি করতে অবশ্যপাঠ্য এ বই। পাঠক জানতে পারবেন শেরে বাংলা থেকে বঙ্গবন্ধুর সময় পর্যন্ত রাজনীতির ক্রমবিকাশ।