এ দেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও কথাসাহিত্যিক সালাম সালেহ উদ্দিন। অনেকটা নিভৃতচারী অন্তর্মুখী এই লেখক এ পর্যন্ত ১১০ টি গল্প লিখেছেন। তার গল্পগ্রন্থের সংখ্যা ৮ টি। এছাড়াও ইতিমধ্যে তার নির্বাচিত গল্প, শ্রেষ্ঠ গল্প, প্রেমের গল্প, নির্বাচিত প্রেমের গল্প, সেরা প্রেমের গল্প প্রকাশিত হয়েছে। আমরা প্রকাশ করতে যাচ্ছি তার সেরা গল্প। তার গল্প-ভাষা খুবই প্রাঞ্জল ও গতিশীল। তার গল্প বলার ধরন অন্য লেখকদের থেকে আলাদা। তিনি এমনি এমনি গল্প লেখেন না, তার প্রতিটি গল্পে একটা ম্যাসেজ থাকে। এই ম্যাসেজ ব্যাক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য। যা পাঠককে ভাবিয়ে তোলে, নিয়ে যায় অন্য এক জগতে। তার গল্প শেষ না হলে বলার উপায় নেই যে তিনি কি বলতে চেয়েছেন। তার গল্পে উঠে এসেছে মানুষের ভেতরের মানুষ বাস্তবতার ভেতরের বাস্তবতা। তিনি জীবন ও সমাজকে দেখেন স¤পূর্ণ নির্মোহ দৃষ্টিতে। তিনি তার জীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল- গুণীজন পদক- ২০০০, কবি কাদের নওয়াজ স্বর্ণপদক- ২০০৩, মহান মার্চ সম্মাননা- ২০১২।