ফ্ল্যাপের কিছু কথাঃ অনেকগুলো উপন্যাস, অজস্র ছোট গল্প, শিশু সাহিত্য ও সফল নাটক রচয়িতা মকবুলা মনজুরের রচনা সম্ভারে ‘শিয়রে নিয়ত সূর্য’ একটি অনন্য সংযোজন। একাত্তরের মুক্তি যুদ্ধের রক্তাক্ত পটে এক নারীর ভাগ্য বিপর্যের বেদনাময় কাহিনী, বিদ্রোহের এক গৌরবময় দলিল ‘শিয়রে নিয়ত সূর্য।’ বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক মকবুলা মনজুরের শিয়রে নিয়ত সূর্য এদেশের সহস্র ধর্ষিতা রমনীর অশ্রুর ভাষা, বিক্ষোভের ভাষা, প্রতিবাদের ভাষা হয়ে কথা বলেছে।