পুরুষের জীবনে সবচাইতে রহস্যময় চরিত্রের নাম বোধহয় নারী। এরা যে কাউকে কখন, কী কারণে ভালোবাসে! "শ্যামাবউ" দিয়ে মূলত একজন নারীকে আঁকতে গিয়ে আরেকজন নারীর মনোজগতের ক্ষুদ্র একটা অংশকে আঁকার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। আর তাকে আঁকতে গিয়ে জন্ম নিয়েছে এক মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ গল্প। যে সাধারণের মাঝে লেপটে আছে অকৃত্রিম মায়া, জীবনবোধ আর হাহাকার।