শেকসপীয়রের নারী। মহান সব রাজা, ডিউক, আর্ল আর যোদ্ধাদের পাশাপাশি তাদের অবস্থান কতটা তাৎপর্যপূর্ণ, ইতিহাসের চালিকাশক্তিতে তাদের অবদান কতটুকু, পুরুষের সঙ্গে তাদের সম্পর্ক কতটা হৃদয়ের, কতটা কুটনীতির আর কতটা পারিবারিক- এইসব সাধারণ প্রশ্নাবলীর উত্তর সন্ধানে শেকসপীয়রর কর্মের কাছে ফিরে যেতে প্ররোচিত করবে এই বই। লেখক অধ্যবসায়ী মন নিয়ে সেইসব প্রশ্নকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন।